টোটো করে পাচারের চেষ্টা, শিলিগুড়িতে উদ্ধার হল ৪ জন স্কুলছাত্রী
শিলিগুড়ি : টোটো করে পাচার করে দেওয়া হচ্ছিল চারজন স্কুল ছাত্রীকে । অবশেষে এদিন ছাত্রীরা বুঝতে পেরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আশেপাশের লোকজন দৌড়ে ছুটে আসে। বেগতিক দেখে টোটো চালক এবং তার সঙ্গে থাকা এক ব্যক্তি পালিয়ে যায়। ভর দুপুরে স্কুলের পোশাক পড়ে কিভাবে এদিন ওই চার ছাত্রী ওইসব পাচারকারীদের সাথে ওইখানে চলে গেলেন এটাও এক আশ্চর্যের বিষয়।

এদিকে স্কুল ড্রেস পড়েথাকা ওই চারজন স্কুল ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরবার পথে টোটো ডাকেন। তারা বুঝতে পারেননি যে ওই টোটো চালক অবৈধ কার্যকলাপের সাথে যুক্ত । তারা টোটো চালককে জায়গার নির্দেশ দেন। টোটো চালক রাজি হয়ে রওনা দেন, পথে ওই চার ছাত্রী লক্ষ্য করেন টোটো চালক অন্য জায়গায় চলে যাচ্ছে। তাদের সন্দেহ হওয়ায় তারা জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন ওই টোটো চালককে। টোটো চালক গুরুত্ব না দিয়ে টোটো জোরে চালিয়ে নিয়ে যান। তখন ওই চার ছাত্রী চিৎকার করতে আরম্ভ করে, বেগতিক দেখে টোটো চালক এবং তার সঙ্গী টোটো থামিয়ে পালিয়ে যায়। ওই চারজন ছাত্রীর মধ্যে একজন মোবাইলে তাদের অভিভাবককে ফোন করেন। অভিভাবকরা ছুটে আসেন, এবং তারা ওই চার ছাত্রীকে নিয়ে থানায় যান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। কিভাবে ভর দুপুরে এই ঘটনা ঘটে গেল সেটাই এদিন অবাক করে সকলকে।

