ট্রেন বিকল হল হাওড়ায়, ব্যহত হল রেল পরিষেবা
বেস্ট কলকাতা নিউজ : ফের রেল বিভ্রাট অফিসের ব্যস্ত সময়ে। আজ সকালে অফিস টাইমে মালগাড়ি বিকল হয়ে যায় সাঁতরাগাছি রেল স্টেশনের কাছে। যার জেরে সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েন ।ডাউন লাইনে মালগাড়ি বিকল হয়ে যাওয়ার জেরে আটকে পড়ে বহু লোকাল ট্রেনও । যার ফলে বহু নিত্যযাত্রী রেললাইন ধরেই পায়ে হেঁটেই সাঁতরাগাছি রেল স্টেশনে পৌঁছন । ঝুঁকি নিয়েই অনেকে ট্রেন থেকে লাফিয়ে নীচে নামেন ।ব্যস্ত সময় বলে ট্রেন চালানো হতে থাকে মিডল লাইন দিয়েও । রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে। আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করারও।উল্লেখ্য, এর আগে ঠিক কয়েকদিন আগেই পুজোর মুখেই ট্রেন লাইনচ্যুত হয় হাওড়া স্টেশনে ঢোকার সময় । ডাউন মশাগ্রাম-হাওড়া লোকালের ৬ নম্বর কামরা লাইনচ্যুত হয়েছিল ৫ নম্বর স্টেশনের কাছেই । সেদিনের ঘটনায় যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছিল। এরপর আজ আবার ট্রেন বিভ্রাটের মুখোমুখি হাওড়া লাইনের রোজকার নিত্যযাত্রীরা।