বিকট শব্দ বোমা ফাটার! ডায়মন্ড হারবারে মুড়ি-মুড়কির মতো বোমা পড়ল গণনার দিন সাত সকালে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দিনের আলো ভাল করে ফোটেনি তখনও। পরপর বোমা ফাটার শব্দে সাত সকালে ঘুম ভাঙে এলাকার মানুষের। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে বোমা ছোড়ার অভিযোগ উঠল বহিরাগত দৃষ্কৃতীদের বিরুদ্ধে। গণনা শুরু হওয়ার আগে প্রবল বোমাবাজি হয় বলে অভিযোগ। অনেকে দূর থেকেই ধোঁয়া দেখতে পান। ফকিরচাঁদ কলেজে এদিন সকাল ৮ থেকে গণনা শুরু হওয়ার কথা ছিল। তার আগে কলেজের সামনে পৌঁছেও গিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা । সেই সময় কেউ বা কারা বোমাবাজি শুরু করে।

এদিকে অভিযোগ গণনা শুরু হলেও বিরোধী প্রার্থী এবং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি বলে । পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে ওঠে ডায়মন্ড হারবারে। বিশাল পুলিশ বাহিনী রাস্তায় নামলেও হিমশিম খেতে হয় দুষ্কৃতীদের সামাল দিতে। বিরোধীদের দাবি, পুলিশ নীরব দর্শকের ভূমিকায় । গণনা কেন্দ্রের ভিতরে রয়েছে আধা সামরিক বাহিনীও। কড়া নিরাপত্তা মোতায়েন থাকা সত্ত্বেও কী ভাবে এমন দুষ্কৃতী তাণ্ডব চলছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারাও। সিপিএম নেতা প্রতিকূর রহমান বলেন, “রাত থেকেই বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে কলেজের বাইরে দাঁড়িয়ে ছিল তৃণমূলের লোকজন। আমরা যখন ঢুকতে যাই, তখন বাধা দেওয়া হয়। নিরীহ, নিরস্ত্র মানুষের ওপর আক্রমণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *