ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১১০০ ছাড়াল শহর কলকাতায়! চিন্তার কোনো কারণ নেই, জানালেন পৌর কর্তৃপক্ষ
বেস্ট কলকাতা নিউজ : এখনও পর্যন্ত শহর কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১১০৬ জন । শেষ সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১০০ র কাছাকাছি। তবে আতঙ্কিত বা চিন্তিত হতে বারণ করছেন পতঙ্গ বিশারদ ও পৌর উপদেষ্টা চিকিৎসক দেবাশিস বিশ্বাস। তাঁর কথায় এবার আক্রান্তের গ্রাফ হবে নিম্নমুখী। তাই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, সচেতন থাকার প্রয়োজনতাই সবথেকে বেশি।

উল্লেখ্য ,গত বছর আকস্মিক ভাবেই মশাবাহিত রোগ আক্রান্ত সংখ্যা অত্যন্ত কম ছিল শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশেই। তাই তুলনামূলক বিচার ২০২৪ সালের সঙ্গে নয়, গোটা দেশেই ২০২৩ -এর সঙ্গে করা হচ্ছে। এই হিসাবে তুলনা করলে কলকাতায় ৯১ শতাংশ আক্রান্তের সংখ্যা কম চলতি বছরে। যদিও পুজো পরবর্তী সময়ে বিদ্যুৎ গতিতে মশা বাহিত রোগে আক্রান্তের সংখ্যা শহরে বেড়ে চলেছে। বেশ কিছু দিন আগে মেয়র পারিষদ স্বাস্থ্যের এলাকায় এক শিশুর ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট বলেন, “স্বাস্থ্য ভবনের তরফে এমন কিছু বলা হয়নি, অর্থাৎ ডেঙ্গি আক্রান্ত হওয়ার কারণেই মৃত্যু তেমনটা নয়।”
এদিকে পুজোর আগে লাগাতার বৃষ্টির জেরে বাঁশের ভিতর বা পুজো পরবর্তী সময় গর্তে জল জমা ও মশার বংশ বিস্তার নিয়ে চিন্তায় ছিল কর্তৃপক্ষ। নির্দেশিকা জারি থেকে প্রচার অভিযান চালিয়ে তা অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সফল হয়ছে বলে মনে করছেন তারা।২০২৪ সালের দিকে নজর দিলে দেখা যাবে এই সময়কালে কলকাতায় ক্রমশ বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, নভেম্বর শুরুতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কলকাতায় ১১০৬ জন। এক সপ্তাহে ৮৯ জন আক্রান্ত হয়েছেন। শহরের ১৬ টি বোরো দিকে নজর দিলে সব থেকে কম মাত্র ৭ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছে ২ নম্বর বরোতে। কর্তৃপক্ষের সব থেকে মাথা ব্যথার কারণ হয়ছে ১০ নম্বর বোরো। সেখানে ১৭০ জন ইতিমধ্যেই আক্রান্ত হয়ছে ডেঙ্গিতে।

