এবার কি তবে জালিয়াতি পাসপোর্টেও? ৫০জায়গায় CBI হানা বাংলা-সিকিম মিলিয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মহালয়ার সকালেও রাজ্যে সিবিআই হানা । পাসপোর্ট জালিয়াতি মামলায় একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পশ্চিমবঙ্গের পাশাপাশি পড়শি রাজ্য সিকিমেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। পাসপোর্ট জালিয়াতি মামলায় শুক্রবার সন্ধে থেকে শুরু হয়েছে সিবিআই-এর এই তল্লাশি অভিযান। শিলিগুড়ি, গ্যাংটক-সহ মোট ৫০ জায়গায় একসঙ্গে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ধৃতদের মধ্যে একজন মিডলম্যান হিসেবে কাজ করত এবং অন্যজন পাসপোর্ট সেবা কেন্দ্রের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট হিসেবে কর্মরত ছিল।

জানা যাচ্ছে, ভিন রাজ্যের এক মামলার উপর ভিত্তি করে এই অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভুয়ো নথির উপর ভিত্তি করে পাসপোর্ট তৈরির অভিযোগ সম্প্রতি ২৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে সিবিআই। সেই সূত্র ধরেই গত সন্ধে থেকে পশ্চিমবঙ্গ ও সিকিমের একাধিক জায়গায় হানা দেয় সিবিআই-এর পৃথক পৃথক টিম।

অভিযোগ উঠছে, ভুয়ো নথির উপর ভিত্তি করে জাল পাসপোর্ট তৈরি করে দেওয়ার একটি চক্র কাজ করছিল। সেই অভিযোগের তদন্তেই উত্তরবঙ্গ ও সিকিমের বেশ কিছু জায়গায় গত সন্ধে থেকে চলছে সিবিআই অভিযান। তবে শুধু উত্তরবঙ্গেই নয়, দক্ষিণবঙ্গেও একইসঙ্গে চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের তল্লাশি অভিযান।

মহালয়ার সকালে হাওড়ার উলুবেড়িয়াতেও হানা দিয়েছে সিবিআই। উলুবেড়িয়া ১ ব্লকের মহিষালি গ্রামের বাসিন্দা শেখ শাহানুর নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা। দীর্ঘক্ষণ সেখানে অভিযান চালানোর পর শেখ শাহানুরকে সঙ্গে নিয়ে সেখান থেকে বেরিয়ে যান সিবিআই অফিসাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *