ড্রাইভ ইন ভ্যাকসিনেশন শুরু হল পার্ক সার্কাসের মলে
বেস্ট কলকাতা নিউজ : কলকাতা পৌরনিগমের ড্রাইভ ইন ভ্যাকসিনেশন শুরু হল আজ থেকেই । পার্ক সার্কাসের শপিং মলে করোনা টিকা মিলবে নিজেদের গাড়ি নিয়ে এলেই। কলকাতা পৌরনিগমের হোয়াটসঅ্যাপে আগে থেকে বুকিং করতে হবে টিকা পেতে গেলে। বুকিংয়ের সময় করোনার টিকাপ্রাপককে দিয়ে দেওয়া হবে টিকাকরণের সময়। কোয়েস্ট মলের পার্কিং লটে পৌঁছে যেতে হবে সেই সময় মতো। মলের পার্কিং লটে করোনা টিকা দেওয়া হচ্ছে। সেইসঙ্গে এ দিন চালু করা হয় একটি অক্সিজেন পার্লার বাসও। এই বাসটি থাকবে পার্ক সার্কাস এলাকায়। এলাকায় কোনও ব্যক্তির অক্সিজেন প্রয়োজন হলে অক্সিজেন পরিষেবা দিতে চলে যাবে সেই বাসটি।
আজ কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ড্রাইভ ইন ভ্যাকসিনেশন কর্মসূচির উদ্বোধন করেন পার্ক সার্কাসের মলের সামনে। তিনি আরও জানিয়েছেন,এই উদ্যোগ নেওয়া হয়েছে করোনার তৃতীয় স্রোত আসার আগেই শহরে আরও বেশি করে টিকাকরণ করতে । করোনার টিকা দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে বুকিং করে নিজেদের গাড়ি করেই শপিং মলে পার্কিং লটে গেলেই।