মহারাষ্ট্রে লকডাউন উঠছে না এখনই, ঠাকরে সরকার পিছু হটল আনলক-পরিকল্পনা ঘোষণা করেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মহারাষ্ট্র একরকম নাজেহাল হয়েছিল করোনার দ্বিতীয় ঢেউতে। রোজ হাজার হাজার সংক্রমণ, মৃত্যুতে একেবারে দম বন্ধ হয়ে আসছিল গোটা রাজ্যটার। সংক্রমণ খানিকটা নিয়ন্ত্রণে এসেছে পরপর নাইট কার্ফু এবং লকডাউনের জেরে। এবার যেন উদ্ধব ঠাকরের রাজ্য খুলে শ্বাস নিতে শুরু করছে অনেক দিন পর। তাই মহারাষ্ট্র সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী বিজয় ওয়াদ্দেত্তিয়ার বৃহস্পতিবারই ঘোষণা করে, এবার আনলক পর্ব শুরু হবে। পাঁচটি ধাপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। কিন্তু মন্ত্রীর এই ঘোষণার পরেই বিকেলে খোদ মুখ্যমন্ত্রীর দফতরে উল্টো সুর শোনা যায়।

সিএমও-র তরফে জারি করা বিবৃতিতে বলা, কোথাও তোলা হয়নি রাজ্যজুড়ে চলা লকডাউন বিধি নিষেধ। বিবেচনাধীন বিধি শিথিলের বিষয়টি এবং কোনও সিদ্ধান্ত হয়নি এখনও পর্যন্ত। বস্তুত, আগামী ১৫ জুন অবধি মুম্বইতে লকডাউন জারি থাকছে। সকাল ৭টা থেকে ২টো পর্যন্ত বাজার খোলা রাখার নিয়ম জারি হয়েছে অত্যাবশকীয় পণ্যের জন্য। প্রশাসন জানিয়েছে সেই বিষয়ে কোনও নড়চড় হবে না বলেই। বম্বে এবং শহরতলির মূল পরিবহণ লোকাল ট্রেন পরিষেবাও আপাতত বন্ধ থাকছে । এর পরে ফের নতুন করে নির্দেশিকা জারি করে শুরু হতে পারে ৫ পর্বের আনলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *