তাড়াহুড়োয় বিস্ফোরক সরাতে গিয়ে আচমকাই বিস্ফোরণ, নতুন তথ্য সামনে এলো লালকেল্লা বিস্ফোরন কাণ্ডে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনার প্রাথমিক তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য ৷ তদন্তকারীদের একাংশ মনে করছেন, ঠিক ওই মুহূর্তে বিস্ফোরণ ঘটনার কোনও পূর্ব পরিকল্পনা ছিল না উমর নবির ৷ আচমকাই ঘটে গিয়েছে এই ভয়াবহ ঘটনা ৷ তাঁদের আরও অনুমান, এক লপ্তে বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় কোনও কারণে এই বিস্ফোরণ হয় ৷ অতীতে বিভিন্ন নাশকতার তদন্তের ক্ষেত্রে দেখা গিয়েছে পুলিশ-প্রশাসনের নজর এড়িয়ে এক জায়গা থেকে অন্যত্র বিস্ফোরক নিয়ে যাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা হয়ে থাকে ৷ এখানে সেটাও হয়নি ৷ অর্থাৎ কোনও একটি জায়গা থেকে বিস্ফোরক যে অন্যত্র সরিয়ে দেওয়া হবে সেটাও আচমকাই ঠিক হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা ৷

তাছাড়া চিকিৎসক উমর নবিরের এই আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের সঙ্গে হরিয়ানার ফরিদাবাদের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধারের যোগ রয়েছে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ৷ বিস্ফোরণের মাত্র কয়েক ঘণ্টা আগে সোমবার দুপুরে হরিয়ানার ফরিদাবাদে একটি বাড়ি থেকে ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করে পুলিশ ৷ গত ১৫ দিন ধরে হরিয়ানা ও জম্মু-কাশ্মীরের পুলিশ যৌথ অভিযান চালাচ্ছিল ৷ তাতেই এই ২ হাজার ৯০০ কেজির বিপুল বিস্ফোরক উদ্ধার হয়েছে ৷ এর মধ্য়ে ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ৷ শুধু বিস্ফোরক উদ্ধার নয় এখান থেকে জঙ্গি সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয় ৷ তদন্তকারীদের অনুমান, এই ঘটনার পরই হয়তো ভয় পেয়েছিল উমর ৷ ধরা পড়ে যাওয়ার ভয় আচমকা বিস্ফোরক স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছিল ৷ তখনই ঘটে এই ভয়াবহ বিস্ফোরণ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *