এক তোলাবাজির অস্ত্র এই নির্বাচনী বন্ড ! অবশেষে নির্বাচন কমিশনের কাছে INDIA-জোটের ৫ দফা দাবি ভোটের প্রাক্কালে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শিওরে লোকসভা নির্বাচন। আর ভোটের মুখে একের পর এক রাজ্য়ের মুখ্যমন্ত্রী গ্রেফতার হতেই ফের একবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার নিয়ে সুর চড়াল বিরোধীরা। রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিশাল সভার আয়োজন করেছিল ইন্ডিয়া জোট। বিরোধী জোটের নেতারা যেমন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেফতারির নিন্দা করেন, তেমনই দেশের গণতন্ত্র নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এই জনসমাবেশ থেকেই পাঁচটি দাবি তুলেছে ইন্ডিয়া জোট, যা জাতীয় নির্বাচন কমিশনের কাছে জানাবেন তারা।

কী কী দাবি? রবিবার কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা জানান, ইন্ডিয়া জোটের পাঁচটি দাবি রয়েছে, যা নির্বাচন কমিশনকে জানানো হবে। এরমধ্যে প্রধান হল নির্বাচনের মুখে জোর করে বিরোধী দলগুলির অর্থ বাজেয়াপ্ত করা। কংগ্রেসের আয়কর নোটিস পাওয়ার বিষয়টি উল্লেখ না করেই, কেন্দ্রীয় সরকার ইডি, সিবিআই, আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করছে বলেই দাবি করেন প্রিয়ঙ্কা। অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান বন্ধ করার দাবি রাখা হবে নির্বাচন কমিশনের সামনে, এমনটাই জানান প্রিয়ঙ্কা গান্ধী ।

এদিকে বিরোধী জোটের আরও দাবি, ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ডের মাধ্যমে ব্যাপক তোলাবাজি করেছে বিজেপি। এর বিরুদ্ধে এমনকি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বিশেষ তদন্তকারী সংস্থার তদন্তের দাবিও জানানো হবে নির্বাচন কমিশনের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *