দিঘার জগন্নাথ ধাম নিয়ে এক জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে
বেস্ট কলকাতা নিউজ : দিঘার জগন্নাথ ধাম নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা । মামলা করেছেন আইনজীবী কৌস্তভ বাগচী । তাঁর বক্তব্য, রাজ্য সরকার জগন্নাথ ধামে সিভিক ভলান্টিয়ার্স নিয়োগ করবে বলে জানিয়েছে । কীসের ভিত্তিতে এই সিভিক ভলান্টিয়ার্স নিয়োগ করা হবে, আদালত যাতে তা রাজ্যের কাছে জানতে চায়, সেই আবেদন জানান তিনি ৷ এছাড়াও বর্তমানে জগন্নাথ ধাম ট্রাস্টের নামে ওই মন্দির পরিচালিত হচ্ছে । তবে সেই ট্রাস্ট হিডকোর অফিসের ঠিকানা ব্যবহার করছে । একটা ট্রাস্ট কী করে হিডকো অফিসের ঠিকানা ব্যবহার করতে পারে, এই নিয়ে হাইকোর্ট যেন তদন্তের নির্দেশ দেয়, এমনই আবেদন কৌস্তভের ৷

জগন্নাথ ধামে অনুদান দিলে আয়করে ছাড় দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে । আবেদনকারীর দাবি, ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্র কখনও মন্দির তৈরি করতে পারে না । তাহলে সেখানে অনুদান দিলে কীভাবে আয়করে ছাড়ের কথা ঘোষণা করা হয় । এটা সংবিধান বিরোধী। জানা গেছে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আইনজীবী কৌস্তভ বাগচী এই মামলা ১৯ মে-র মধ্যে শুনানি করার আবেদন করেছেন ৷ জবাবে বিচারপতি সেন তাঁকে জানিয়েছেন, মামলা দায়ের করে এবিষয়টি যেন বিচারপতিকে জানানো হয় ৷