দুর্গোৎসব ফোরাম দর্শনার্থীদের ভিড় চায় না রাতে মণ্ডপে
বেস্ট কলকাতা নিউজ : রাতে দুর্গাপুজোর মণ্ডপের বাইরে যেন দর্শনার্থীদের ভিড় না হয়, দুর্গোৎসব ফোরাম এমনটাই অনুরোধ জানাল কলকাতা এবং তাঁর আশেপাশের মোট ৫৫০টি পুজো কমিটির কাছে৷ করোনা অতিমারি পরিস্থিতিতে ফোরাম পুজো কমিটিগুলির কাছে এই অনুরোধ করেছে সংক্রমণের কথা মাথায় রেখেই৷ দুর্গোৎসব ফোরাম জুলাই মাসেই প্রথম দফায় কোভিড সংক্রান্ত একাধিক নিয়মাবলী ঘোষণা করেছে কলকাতা এবং তার আশেপাশের পুজো কমিটিগুলির উদ্দেশ্যে৷ যেখানে বলা হয়েছিল, দর্শনার্থীরা যাতে দিনের বেলাতেই প্রতিমা দর্শনে যান, মণ্ডপ সজ্জার পরিকল্পনা করতে হবে ঠিক সেইভাবেই৷
কলকাতার সমাজসেবী সঙ্ঘের সদস্য, যিনি দুর্গোৎসব ফোরামের অন্যতম সদস্যও বটে, তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‘আমরা যেটা চাই, সেটা হল যাতে ভিড় যেন না বাড়ে৷ আসল উদ্দেশ্য হল ভারসাম্য বজায় রাখতে দুর্গাপুজোর উৎসব এবং অতিমারির বিধিনিষেধের মধ্যেও৷’’
অন্যান্য নির্দেশিকাগুলির মধ্যে রয়েছে, প্রতিমা যাতে দূর থেকে স্পষ্টভাবে দেখা যায়, তার জন্য ব্যবহার করতে হবে সরল এবং স্বচ্ছ রং৷ সেই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এমনকি আচার অনুষ্ঠানের সময়ও৷ এ বছরের দুর্গাপুজো শুরু হচ্ছে মূলত ১২ অক্টোবর থেকে৷ তবে, রাজ্য সরকারের তরফে কোনও নির্দেশিকা জারি করা হয়নি বাংলার সবচেয়ে বড় উৎসব নিয়ে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বহুবার সতর্ক করেছেন সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে করোনার তৃতীয় ঢেউ নিয়ে৷ আর তার জন্য সবাইকে অনুরোধ করেছেন ভ্যাকসিন নেওয়ার জন্যও৷