জম্মুতে বিএসএফ-র গুলি চলল পাকিস্তানি ড্রোনকে লক্ষ্য করে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের পাকিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর গুলি চলল ড্রোন লক্ষ্য করে। বিএসএফ জওয়ানরা একটি উড়ন্ত বস্তুকে লক্ষ্য করে গুলি করে জম্মুর আরনিয়া সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে। তার পর সেটি চলে যায় পাকিস্তানের দিকে। বিএসএফ জানিয়েছে, আকাশে একটি লাল ও হলুদ আলো জ্বলজ্বল করছিল আজ ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ। সেটিকে লক্ষ্য গুলিও ছোড়ে সীমান্তে মোতায়েন জওয়ানরা। গুলি ছোড়ার পরই বস্তুটি পাকিস্তানের দিকে চলে যায় আরও বেশি উচ্চতা দিয়ে উড়ে।

এলাকায় তল্লাশি চালানো হয় এমনকি পুলিশের সাহায্যেও। যদিও পাওয়া যায়নি সন্দেহজনক কোনও কিছুই। জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি ড্রোনের তত্‍পরতা বেড়েছে বেশ কয়েকমাস ধরেই। জানা গেছে পাকিস্তানি সেনারা ড্রোন ব্যবহার করছে স্থানীয় জঙ্গিদের আগ্নেয়াস্ত্র-সহ অন্য সরঞ্জাম পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *