নাগেরবাজার উড়ালপুলে খানাখন্দ, বাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, সংস্কারের দাবি জানালেন নিত্যযাত্রীরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নাগেরবাজার উড়ালপুলে বাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। গতির বলি হয়েছিলেন ওই দুই বন্ধু। তারপরই নিত্যযাত্রীরা উড়ালপুলের খানাখন্দ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, এই উড়ালপুলের বাঁক যে অংশে রয়েছে সেখানে খানাখন্দ থাকায় গাড়ির নিয়ন্ত্রণ রাখতে সমস্যা তৈরি হচ্ছে। দক্ষিণ দমদম পুরসভার তরফে জানানো হয়েছে, উড়ালপুলের খানাখন্দ দূর করতে এইচআরবিসিকে চিঠি দেওয়া হবে। মঙ্গলবার শেষরাতে নাগেরবাজার উড়ালপুলের উপর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েছিলেন দুই যুবক। বাইকের পিছনে বসা আকাশ মণ্ডল (২৬) উড়ালপুলের নীচে ছিটকে পড়ে মারা যান। বাইক চালানো মুন্না নায়েক ব্রিজের মধ্যে ছিটকে পড়ে মারা যান। পুলিশ প্রাথমিক তদন্তে জেনেছে, যুবক অতিরিক্ত গতিতে বাইক চালাচ্ছিলেন। মাথায় হেলমেট ছিল না। যদিও স্থানীয়দের দাবি, উড়ালপুলের যে জায়গায় দুর্ঘটনা ঘটে সেখানে খানাখন্দ রয়েছে। বৃহস্পতিবার উড়ালপুলে গিয়ে দেখা গিয়েছে, সরোজিনী নাইডু কলেজের দিক দিয়ে ওঠার সময় ঝাঁ চকচকে উড়ালপুল। কিন্তু মাঝে উড়ালপুল যেখানে বেঁকেছে, সেখানে খানাখন্দ রয়েছে। উড়ালপুল থেকে নামার সময় অর্থাৎ লেকটাউনের দিকেও খানাখন্দ রয়েছে।

নিত্যযাত্রী সত্যজিৎ দত্ত, স্বরূপ বিশ্বাস বলেন, পুজোর আগে থেকেই এমন হয়ে আছে। দিনেই খানাখন্দের জন্য সমস্যা হয়। রাতে সমস্যা আরও বাড়ে। উড়ালপুলে ওঠার সময় রাস্তা ভালো থাকায় অনেকে বেশি গতিতে গাড়ি চালায়। মাঝে খানাখন্দ থাকায় গাড়ি নিয়ন্ত্রণ করা মুশকিল হয়। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত বলেন, উড়ালপুলে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। নিত্যযাত্রীরা সমস্যার কথা পুরসভায় জানিয়েছেন। আমরা এইচআরবিসিকে চিঠি দিয়ে পদক্ষেপ নেওয়ার আবেদন জানাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *