‘পথশিশুদের জন্য কিছু করতে চাই’, এমনটাই বললেন উচ্চ মাধ্যমিকে প্রথম অদিশা দেবশর্মা
বেস্ট কলকাতা নিউজ : প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ । বেলা ১১টা থেকে হল আনুষ্ঠানিক ফলপ্রকাশ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন, কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী অদিশা দেবশর্মা উচ্ছ্বসিত তা জানতে পেরে। তাঁর বাড়িতে এখন উৎসবের মেজাজ। এমনকি চলছে মিষ্টিমুখ এবং শুভেচ্ছা বিনিময়ের পালা। ভবিষ্যতে অদিশা ইঞ্জিনিয়ার হতে চান ।
উচ্চ মাধ্যমিকে প্রথম হয়ে অদিশা কিছুটা যেন বিস্মিত। তিনি বলছেন, ‘‘আমি মাধ্যমিকে ৬৭৮ পেয়েছিলাম। তার পর উচ্চ মাধ্যমিকে পড়েছিলাম প্রিয় বিষয়গুলো নিয়ে। বাবা-মা আমাকে প্রেরণা দিয়েছিলেন। তবে কেউ আমার উপর পড়াশোনা নিয়ে কখনও জোর খাটায়নি। স্কুলের শিক্ষকরাও আমাদের খুব সাহায্য করেছেন অনলাইন ক্লাসের সময়। আমি ভাল ফল করব, এই আত্মবিশ্বাস ছিল। তবে এত ভাল ফল হবে ভাবতে পারিনি।’’
অদিশার বাবা তপন দেবশর্মা পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। মা ইন্দিরা দেবশর্মা পেশায় স্বাস্থ্যকর্মী। দিনহাটার ১১ নম্বর ওয়ার্ডের বলরামপুর রোডের বাসিন্দা অদিশা। তিনি বলছেন, ‘‘উচ্চ মাধ্যমিকে আমার ন’জন শিক্ষক ছিলেন। ভবিষ্যতে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। কিছু করতে চাই পথশিশুদের জন্যও ।’’