প্রশাসনের গালে জোরে থাপ্পড় এই রায়।’ স্ত্রী প্রতিমা দত্ত সোচ্চার হল তপন দত্ত-হত্যাকাণ্ড নিয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে সাফল্য এক দশকের লড়াইয়ের পর। প্রতিমা দত্ত বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মুখে যুদ্ধজয়ের তৃপ্তি নিয়েই । এদিন বিচারপতি রাজশেখর মান্থা সিবিআই তদন্তের নির্দেশ দেন বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনের ঘটনায়। তারপরেই প্রতিমা দত্তর মন্তব্য, ‘এই রায় প্রশাসনের গালে জোরে থাপ্পড়।’ একান্ত সাক্ষাৎকারে প্রতিমাদেবী এও বলেন, ‘গত ১০ বছর নানাভাবে পড়েছি শারীরিক এবং মানসিকভাবে হেনস্থার মুখে । ডাকাতির অভিযোগে আমাকে জেলে পোরা হয়েছিল। অপহরণের চেষ্টা করা হয়েছিল এক মেয়েকে। ধমকি শুনতাম রাস্তাঘাটে বেরোলেই, আদালতে যেন না দেখি।’

তাঁর আরো অভিযোগ, ‘পুরো সরিয়ে দেওয়ার হুমকিও এসেছিল। আমাকে বাধা দেওয়া হয়েছে ব্যবসা করতে, স্থানীয় তৃণমূল নেতারা বাড়িছাড়া করারও উদ্যোগ নিয়েছিল ।’ তাঁর হুঁশিয়ারি, একটা সাফল্য এসেছে। এবার অপরপক্ষ যদি ডিভিশন বেঞ্চে যায়, তিনি লড়বেন সেখানেও। ১০ বছর লড়েছেন, আরও লড়বেন। যতক্ষণ না স্বামীর খুনে অভিযুক্তরা সাজা পাচ্ছেন। এভাবেই এদিন জানান প্রতিমা দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *