পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১১১ তম জন্মদিবস পালন করল শিলিগুড়ি পুরসভা
শিলিগুড়ি : পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১১১ তম জন্মদিন। সারা রাজ্যের সাথে সাথে শিলিগুড়িতেও পালিত হল জ্যোতি বসুর ১১১ তম জন্মদিন। এমনকি এদিন বাদ গেলোনা শিলিগুড়ি পুরসভাও। এদিন মেয়র গৌতম দেব, এবং অন্যান্য এম এমআইসিরা শিলিগুড়ি পুরসভাতে জ্যোতি বসুর জন্মদিন কে শ্রদ্ধার সাথে পালন করলেন। মেয়র জ্যোতি বসুর প্রতি এদিন শ্রদ্ধা অর্পণ করে জানান, বাংলার রাজনৈতিক ইতিহাসের জ্যোতি বসুর নাম স্মরণীয় হয়ে আছে। একজন বিপক্ষীয় রাজনীতিবিদ হলেও আমি জ্যোতি বসুকে সম্মান করি এবং শ্রদ্ধা জানাই। বাংলা তাকে মনে রাখবে একজন শক্তিশালী মানুষ হিসাবেও। আজকের দিনটি সমস্ত রাজনীতিবিদদের কাছেও স্মরণীয় দিন হওয়া উচিত।

এদিন মেয়রের সাথে সাথে জ্যোতি বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন শিলিগুড়ি পুরসভার এমএমআইসি, কাউন্সিলর এবং অন্যান্য আধিকারিকেরাও। মেয়র এই দিন আরো জানান জ্যোতিবাবুর রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল অসাধারণ, আমি শুধু তাকে কাছে থেকেই দেখেনি তাকে আলাদাভাবে আলাদা চোখে দেখেছি। তাই আজকের দিনে তার প্রতি আমরা আলাদা আলাদা ভাবে শ্রদ্ধাঞ্জলিও জানালাম।