পাঞ্জাবে অস্ত্রশস্ত্র আসছে সীমান্ত পেরিয়ে , অমরিন্দর সিং দেখা করবেন মোদীর সঙ্গে
বেস্ট কলকাতা নিউজ : আজ বুধবার সন্ধ্যা ছ’টার সময় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। জানা গিয়েছে মূলত সীমান্তে নিরাপত্তার বিষয়টি নিয়েই দু’জনে আলোচনা করবেন বলে। এমনকি পাকিস্তান সীমান্ত পেরিয়ে বিপুল পরিমাণ রাইফেল, হ্যান্ড গ্রেনেড ও আইইডি পাঠানোর চেষ্টা হচ্ছে গত কয়েক মাস ধরেই ।এছাড়াও নিরাপত্তারক্ষীরা টিফিন বাক্সের মধ্যে আইইডি উদ্ধার করেছেন গত রবিবারই। সেই সঙ্গে বানচাল করে দেওয়া গিয়েছে জঙ্গিদের ছকও।
পাঞ্জাব পুলিশের ডিজি দিনকর গুপ্ত আরও জানিয়েছেন, নাইন এম এম পিস্তল ও ১০০ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে অমৃতসরের ডালিকি গ্রামে তল্লাশি চালিয়ে। এছাড়াও অমরিন্দর সিং নিরাপত্তার পাশাপাশি মোদীর সঙ্গে আলোচনা করবেন বিতর্কিত তিনটি কৃষি আইন নিয়েও। এছাড়া তিনি দাবি জানাবেন, আরও বেশি পরিমাণে কোভিড ভ্যাকসিন পাঠানো হোক পাঞ্জাবে। পাঞ্জাবের কৃষকরা আশঙ্কা করছেন, রাজ্যে সারের অভাব দেখা দিতে পারে অদূর ভবিষ্যতে। কেন্দ্রীয় সরকার যাতে আরও বেশি পরিমাণে ডায়ামোনিয়াম ফসফেট সার পাঠায়, সেজন্যও মোদীকে অনুরোধ করবেন মুখ্যমন্ত্রী।