BSF-এর অভিযান সীমান্তে , উদ্ধার মাদক-গোরু, গ্রেপ্তার হল ১

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গাঁজা, ফেনসিডিল ও গোরু উদ্ধার হল সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের বিশেষ অভিযানে। এই বিশেষ অভিযান চালানো হয় উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থেকে নদিয়ার কৃষ্ণনগর সেক্টর পর্যন্ত। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা গ্রেপ্তারও করেছে এক পাচারকারীকেও।

সূত্র মারফত জানা গেছে, ১১২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা একটি অটো দেখতে পায় উত্তর ২৪ পরগনার হাকিমপুর বর্ডারে। সন্দেহ হওয়ায় সেই মুহূর্তে অটোটিকে থামানো হয়। ২৭৬ বোতল ফেনসিডিল ছিল সেই অটোতে। ফেনসিডিল নিয়ে আসা হচ্ছিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই। সঙ্গে সঙ্গেই ওই অটো চালক তথা পাচারকারী ২৭ বছরের অভিজিৎ সর্দারকে আটক করে BSF জওয়ানরা। জানা যায় তার বাড়ি স্বরূপনগরের তারালির উত্তরপাড়ায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া নিষিদ্ধ কাফ সিরাপের ভারতের বাজার দর প্রায় ৫০ হাজার টাকা। বাংলাদেশে আড়াই লাখ টাকার মতো ওই কাফ সিরাপের দর। অন্যদিকে দুই কেজি গাঁজা উদ্ধার হয় কৃষ্ণনগর সেক্টরে অভিযান চালিয়ে। এদিকে ইদ-উল-আজহা শেষ হয়ে যাওয়ার পরেও অব্যাহত বাংলাদেশে গোরু-মোষ পাচারের চেষ্টা। এমনকি সাতটি গোরুও উদ্ধার করেছে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জওয়ানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *