পিচের ড্রামে গরু পাচার হচ্ছিলো শিলিগুড়ি থেকে ফুলবাড়িতে , ধৃত ২
শিলিগুড়ি : শিলিগুড়ি থেকে ফুলবাড়ি পিচের ড্রামে করে পাচার করছিল গরু। খবর পেয়ে গরুসহ ২ জনকে আটক করে পুলিশ। তবে পুলিশ অবাক হয়েছে এই গরু বেশিরভাগ সময় যায় বাংলাদেশে। শিলিগুড়ি থেকে যাচ্ছিল ওই গরুগুলি। খবর পাওয়ার পরে ওত পেতে থেকে ওই দুজনকে আটক করে পুলিশ। তারা ওই গরুগুলি কোথায় নিয়ে যাচ্ছিল ? এদিন সেটা জিজ্ঞাসাবাদ করে পুলিশ।