ডিএ দিয়েছি ১০৬ শতাংশ হারে , আর কত চায়?’, ডিএ আন্দোলনকারীরা পড়লো মুখ্যমন্ত্রীর চরম রোষের মুখে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আবারও ডিএ আন্দোলনকারীরা পড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম রোষের মুখে। ‘১০৬ শতাংশ ডিএ দিয়েছি, আর কত চায়?’, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়এভাবেই সুর চড়ালেন ডিএ আন্দোলনকারীদের অবস্থান মঞ্চের ঢিল ছোঁড়া দূরত্বের ধর্নামঞ্চ থেকে । একই সঙ্গে এদিন ফের একবার ডিএ আন্দোলনকারীদেরও পড়তে হল মুখ্যমন্ত্রীর তীক্ষ্ণ আক্রমণের মুখে।

মূলত ,গণতন্ত্রের কণ্ঠরোধ ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রেড রোডে ধর্নায় বসে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নার প্রথম দিনেও মমতার রোষের মুখে পড়তে হয়েছিল ডিএ-র দাবিতে একটানা শহিদ মিনারের পাদদেশে অবস্থানকারী রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশকে। তৃণমূল সুপ্রিমো তেড়েফুঁড়ে আক্রমণ শানিয়েছিলেন যৌথ সংগ্রামী মঞ্চের আন্দোলনকারীদের। এমনকী মুখ্যমন্ত্রী ‘চোর-ডাকাত’ পর্যন্ত বলেছিলেন ডিএ চেয়ে টানা আন্দোলনে বসে থাকা সরকারি কর্মীদের।

একবার ডিএ আন্দোলনকারীদের কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, ‘রাজ্য সরকার ১০৬ শতাংশ ডিএ দিয়েছে। আর কত চায়? যাঁরা আন্দোলনে বসেছেন তাঁদের বেশিরভাগেরই চাকরি হয়েছে চিরকুটে। সব ফাইল খুঁজে বের করতে বলেছি। জনগণের টাকা নিয়ে পেনডাউন হচ্ছে?’

এরই পাশাপাশি এদিন আরও একবার তৃণমূলনেত্রীর রোষের মুখে কেন্দ্রের শাসকদল বিজেপি। তৃণমূলনেত্রী বলেন, ‘বিজেপি চাইছে সব রাজনৈতিক দলকে দেশ থেকে বের করে দিতে। বিজেপির বিরুদ্ধে কথা বললেই জেলে পাঠাচ্ছে। আমি বিজেপিকে কেয়ার করি না।’ এদিন আরও একবার সিপিআইএম ও বিজেপির মধ্যে আঁতাত তত্ত্ব খাঁড়া করেছেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, ‘রাম-বাম এক হয়েছে। কখনও বলছে ২ হাজার ছাঁটাই। কখনও বলছে ৫ হাজার বাতিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *