পুরুলিয়ায় বিজেপিতে ফের বড় ভাঙ্গন ,পঞ্চায়েত সমিতির সদস্য সহ ৭০০ BJP নেতাকর্মী যোগ দিলেন তৃনমূলে
বেস্ট কলকাতা নিউজ : আবারও পুরুলিয়ায় বড় ভাঙ্গন জেলা বিজেপি শিবিরে । এবার বিজেপির পঞ্চায়েতে সমিতির সদস্য সদলবলে তৃণমূলে যোগদান করলেন দল ছেড়ে। শনিবার সকালে তৃণমুলে যোগদান করে পুরুলিয়ার বোরোর পলাশবনী গ্রামের ওই বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য লীনা মাহাতো সহ গ্রামের ৭০ টি বিরোধী পরিবারের প্রায় ৭০০ জন সদস্য।
উপস্থিত ছিলেন তৃণমুলের জেলা চেয়ারম্যান হংশ্বেসর মাহাতো, মানবাজার ২ পঞ্চায়েতে সমিতির সভাপতি চন্দ্রশেখর দাস, মানবাজার ২ ব্লক তৃণমুলের সভাপতি সুজিত কুমার মাহাতো সহ অন্যান্যরা।দলীয় সূত্রে জানাগিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে লীনা দেবী নির্দল থেকে জয়লাভ করে। পরে বিজেপিতে যোগদান করে। মানবাজার ২ পঞ্চায়েতে সমিতির আসন সংখ্যা ১৮ টি।
তৃণমুল ১৫ টি আসন পায় গত পঞ্চায়েতে নির্বাচনে। সিপিএম, বিজেপি, নির্দল একটি করে আসন পায় । পরে নির্দলের এক জন সদস্য যোগদান করে বিজেপিতে। এদিন তৃণমুলে যোগদান করেন বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য লীনা মাহাতো।তিনি বলেন, “গ্রামের মানুষজনের সাথে স্বেচ্ছায় যোগদান করেছি তৃণমুলে ।“ ফলে বিজেপির আসন সংখ্যা কমে হলো ১ টি। তৃণমুলের আসন বেড়ে হল ১৬ টি।
এদিন চন্দ্রশেখর বাবু এও বলেন, “বিজেপিতে দলে কাজ করার পরিবেশ নেই। তাই তৃণমুলে যোগদান করেছি ক্ষোভে দল ছেড়ে।“ যদিও বরো বিজেপির মোর্চার সভাপতি কৃত্তিবাস মাহাতো বলেন, বিষয়টি জানা নেই। কয়েক দিন আগেও মিটিংয়ে উপস্থিত ছিলো ওই পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী। কী হয়েছে তা খোজ নেওয়ার চেষ্টা করবো। দলে যোগদান করানো হতে পারে ভুল বুঝিয়ে বা প্রলোভন দেখিয়েও।