পোকা চাল ও ডালে! অভিভাবকদের বিক্ষোভ ডোমজুড়ের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
বেস্ট কলকাতা নিউজ : চালে ও ডালে পোকা পাওয়ার অভিযোগ উঠলো ডোমজুড়ের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে৷ অভিভাবকরা দীর্ঘক্ষণ বিক্ষোভও দেখালেন এই ঘটনায়। ওই কেন্দ্রে এমনকি তালাও ঝুলিয়ে দেন তাঁরা।জানা গেছে শিশুদের জন্য বরাদ্দ চাল, ডাল ও ছোলা দেওয়ার কথা ছিল ডোমজুড়ের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অভিভাবকরা ওই কেন্দ্রে আসেন সেকারণেই। এমনকি তা দেওয়াও শুরু হয় কথা মতো । কিন্তু, চাল, ডাল ও ছোলায় পোকা পাওয়া গেছে বলে অভিযোগ ওঠে। তখনই খাদ্যসামগ্রী নিতে অস্বীকার করেন ক্ষুব্ধ অভিভাবকরা৷ এমনকি তাঁরা বিক্ষোভও দেখাতে থাকেন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে । খবর পেয়ে ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এছাড়াও আসেন ডোমজুড়ের BDO রাজা ভৌমিকও।
অভিভাবকদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরেই খারাপ মানের চাল ও ডাল দেওয়া হয় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে। কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি তারা। ডোমজুড়ের BDO আরও বলেন, তিনি ঘটনাটি জানার পর এই ব্যাপারে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন চাইল্ড প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসারকে। মান এবং পরিমাণ নিয়ে কোনও রকম আপস করা হবে না শিশুদের খাবারের ক্ষেত্রেও৷