ফিরিয়ে দেওয়া হল প্রায় ৩০টির উপরে হারিয়ে যাওয়া মোবাইল ফোন , প্রশংসনীয় এক উদ্যোগ শিলিগুড়ি পুলিশের
শিলিগুড়ি : প্রায় ৩০টির উপরে হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিল শিলিগুড়ি পুলিশ। বেশ কয়েকদিন ধরেই মোবাইল চোরের উৎপাত বেড়ে গেছে, মোবাইল হারিয়ে ফেলেছেন বহু মানুষ। সাধের মোবাইলটি হারিয়ে যখন মানুষ একেবারে বিতস্রদ্ধ, তখনই এক প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হল শিলিগুড়ি পুলিশের তরফ থেকে। প্রায় ৩০ টি মোবাইল আসল মালিকের হাতে ফিরিয়ে দিল শিলিগুড়ি পুলিশ। এদিকে মোবাইল পেয়ে খুশি মোবাইলের মালিকেরাও, তারা জানান চট করে তো আর নতুন মোবাইল কিনতে পারা যায় না, আবার মোবাইল ছাড়াও বর্তমান যুগে একেবারে চলে না। তাই মোবাইল পেয়ে তারা প্রচন্ডভাবে খুশি। এমনকি তারা বিশেষ ধন্যবাদও জানায় শিলিগুড়ি পুলিশকে।
