TBM উর্বি এসে পৌঁছাল শিয়ালদা স্টেশনের নিকটে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শিয়ালদা স্টেশনের কাছাকাছি এসে পৌঁছাল টানেল বোরিং মেশিন উর্বি। উর্বি এসে পৌঁছাল শিয়ালদা ফ্লাইওভার পেরিয়ে স্টেশনের কাছে। অন্যদিকে ফুলবাগান মেট্রো স্টেশনও চালু হয়েছে বাণিজ্যিকভাবে। এই ফুলবাগানই ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের প্রথম ভূগর্ভস্থ মেট্রো রেল স্টেশন।

এদিকে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL)-র সুড়ঙ্গের কাজ চলছে শিয়ালদা অঞ্চলে। তাই বন্ধ রাখা হয়েছিল শিয়ালদা ফ্লাইওভার। রবিবার বিকেল 5টা নাগাদ TBM-2 পার করে ফ্লাইওভার। বউবাজার অঞ্চলের কাজ শেষে বি বি গাঙ্গুলি স্ট্রিট হয়ে শিয়ালদার দিকে এগোয় ইস্ট ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গ খোঁড়ার কাজ। TBM উর্বি এসে দাঁড়িয়েছে শিয়ালদহ স্টেশনের একেবারে কাছে।

শিয়ালদা স্টেশনে এবার করা হবে একটি অনুষ্ঠান ও ছোটো পুজো। এরপর TBM তুলে বসানো হবে দ্বিতীয় লাইনে। এই জায়গা থেকে আবার TBM মেশিন ধীরে ধীরে এগোবে বউবাজারের দিকেই। ইতিমধ্যে শ্যাফটি কাটার কাজও শেষ হয়েছে বউবাজারে। এই শ্যাফটি বা চৌবাচ্চার মধ্য দিয়ে টুকরো টুকরো করে তুলে নিয়ে আসা হবে চান্ডি ও উর্বিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *