ফুলবাড়ি সুপার মার্কেটে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের অভিযান, উদ্ধার হল অবৈধভাবে মজুত রাখা ২০ টি গ্যাস সিলিন্ডার
শিলিগুড়ি : ফুলবাড়ি সুপার মার্কেটে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের অভিযান। উদ্ধার অবৈধভাবে মজুত রাখা ২০ টি গ্যাস সিলিন্ডার। এই ঘটনায় বিশ্বনাথ সরকার নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে । অভিযোগ, সেখান থেকেই কালোবাজারি চলত সিলিন্ডারের। পুলিশ সূত্রে খবর, আটক ব্যাক্তিকে জিজ্ঞেসাবাদ করে কালোবাজারীতে যুক্ত কয়েকজন সিলিন্ডার ডিলারের নাম উঠে এসেছে। পুরো ঘটনার তদন্ত শুরুও হয় । আরো জানা গেছে জানা গেছে বেশ কয়েক বছর ধরে চলছিল এই রান্নার গ্যাস সিলিন্ডারের কালো বাজারী। বিভিন্নভাবে বহিরাগতদের প্রলোভন দেখিয়ে এই ব্যবসা চালানো হচ্ছিল। কিছুতেই দমানো যাচ্ছিল না। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে এই সিলিন্ডার গুলি বাজেয়াপ্ত করে পুলিশ। যাদের আটক করা হয় তাদেরও জিজ্ঞাসাবাদ করে স্থানীয় পুলিশ।
