ফের ট্রেন লক্ষ্য করে ইট-পাথর বৃষ্টি ! মাথা ফেটে রক্তারক্তি হল ৪ রেলযাত্রী
বেস্ট কলকাতা নিউজ : ফের শিয়ালদা দক্ষিণ শাখার মল্লিকপুর স্টেশন থেকে ট্রেন লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার কমপক্ষে চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের মাথা ফেটেছে। তিনি পেয়ারা বিক্রেতা, নাম হোসেন আলি লস্কর। জানা গিয়েছে, কলকাতায় পেয়ারা বিক্রি করে শিয়ালদা থেকে সন্ধ্যা ৬ টা ৫৭ মিনিটের নামখানা লোকালে চেপে বাড়ি ফিরছিলেন হোসেন। তাঁর বাড়ি ধপধপি ২ নম্বর পঞ্চায়েত এলাকায়। ভেন্ডার কম্পার্টমেন্টে উঠে গেটের সামনে বসেছিলেন তিনি। মল্লিকপুর স্টেশনে ট্রেন থামতেই একদল যুবক অতর্কিতে পাথর ছুড়তে থাকে বলে অভিযোগ। ওই কামরায় গেটের কাছে যাঁরা ছিলেন তাঁদের অনেকেরই গায়ে তা লাগে। কারও হাতে চোট লেগেছে কারও পায়ে। কিন্তু গেটের সামনে থাকায় হোসেনের মাথায় ইট লেগে ফেটে যায়।

বারুইপুর স্টেশনে নেমে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে ওই বিক্রেতার। বাকি যাঁরা সামান্য চোট পেয়েছিলেন, তাঁদের বারুইপুর জিআরপি থেকে সোনারপুর নিয়ে যাওয়া হয়। ওই কামরায় থাকা এক প্রত্যক্ষদর্শী বলেন, “হোসেন ট্রেনে ওঠার পর কোনও এক ব্যক্তির সঙ্গে গেটের কাছে বসা নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। ওই ব্যক্তি মল্লিকপুর নামতেই শুরু হয় ইট বর্ষণ। ওই যাত্রীর ইন্ধনেই এই পুরো আক্রমণ হয়েছে বলেই মনে হয়।”
প্রসঙ্গত, গত শনিবার ও শিয়ালদা দক্ষিণ শাখার মল্লিকপুর স্টেশনে ঢোকার আগে আপ নামখানা লোকালের গেটের কাছে দাঁড়িয়ে থাকা রেলযাত্রী মিঠুন মণ্ডলের মুখে একটি পাথর লাগে। পাথর লাগার সঙ্গে সঙ্গে মিঠুন মাথা ঘুরে চলন্ত ট্রেন থেকে লাইনে পড়ে যাচ্ছিলেন। পাশে থাকা বন্ধু ও অন্যান্য রেলযাত্রীরা তাঁকে ধরে নেন। মল্লিকপুর স্টেশনে ট্রেনটি ঢোকার পরে গুরুতর আহত মিঠুনকে ট্রেন থেকে নামিয়ে টিকিট কাউন্টারে নিয়ে গিয়ে সাহায্য চান তাঁর বন্ধু ও অন্যান্য রেল যাত্রীরা।