ফের দুর্ঘটনার কবলে পড়লো ট্রেন, লাইনচ্যুত হল মালগাড়ির ১০টি বগি
বেস্ট কলকাতা নিউজ : ঝাড়খণ্ডে ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা। চাণ্ডিল ও নিমডহ স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে পড়ল দুটি মালগাড়ির কমপক্ষে ১০টি বগি। যদিও দুর্ঘটনার জেরে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এরফলে একাধিক ট্রেন বাতিল হয়েছে বলে জানা গিয়েছে। রেলসূত্রে খবর, শনিবার ভোররাত ২ টো ৪৫ নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। আদ্রা ডিভিশনের চাণ্ডিল স্টেশন পার হওয়ার পর লাইনচ্যুত হয়ে যায় টাটানগর থেকে পুরুলিয়াগামী একটি মালগাড়ি। আবার উল্টোদিক থেকে আসা অন্য একটি মালগাড়িও ওই সময় পাশের লাইনে চলে আসে। লাইনচ্যুত বগির সঙ্গে দ্বিতীয় ট্রেনটির ধাক্কা লাগতেই, সেটিও লাইনচ্যুত হয়। এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে বন্ধ রয়েছে আপ ও ডাউন লাইন। রেলসূত্রে খবর, বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে টাটানগর-পটনা বন্দে ভারত এক্সপ্রেস, টাটানগর-কাটিহার এক্সপ্রেস, কাটিহার-টাটানগর এক্সপ্রেসসহ আরও একাধিক ট্রেন।
