এক নজরে আজকের খবর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

১।ব্যাপক ঘুর্ণাবর্তের জের , আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস।
২।কলকাতায় পৌঁছলেন এ রাজ্যের নতুন রাজ্যপাল।
৩।১ অগাস্ট থেকে কোচবিহার বিমানবন্দর থেকে বিমান পরিষেবা চালু হওয়া নিয়ে দেখা দিলো চরম সংশয়।
৪।সুন্দরবনে ক্রমশ বৃদ্ধি পেয়েছে বাঘের সংখ্যা, জানাল ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটি।
৫।মধ্যমগ্রামে হাই ড্রেন তৈরির কাজ চলাকালীন পাঁচিল ধসে মৃত্যু হল এক শ্রমিকের, আহত হল আরও ৩ জন।
৬। বেহালায় নিকাশি সমস্যা সমাধানে সুড়ঙ্গ-এ ব্যবহার করা হচ্ছে টানেল বোরিং মেশিন।
৭। কোন দেখা নেই পর্যাপ্ত বৃষ্টির , পূর্ব মেদিনীপুরের কাঁথিতে প্রবল ক্ষতির মুখে মাছ চাষিরা।
৮।ব্যারাকপুর পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে পোস্টার পড়লো চোর অপবাদের , ষড়যন্ত্রের অভিযোগ শাসক দলের , সম্ভাবনা উড়িয়ে দিয়েছে বিজেপি।
৯।সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় তিনদিন ধরে বন্ধ হয়ে রয়েছে কেপিসি হাসপাতালের অপারেশন থিয়েটার।
১০।কালিন্দীর আবাসনে সবুজের অভিযান, কচিকাঁচাদের সঙ্গে দিয়ে লাগানো হল প্রায় ২৫টি গাছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *