ফের লকডাউন পরিস্থিতি ওমিক্রন আতঙ্কের জেরে! বিএমসি মুম্বইবাসীদের সতর্ক করল ক্রিসমাস নিয়ে
বেস্ট কলকাতা নিউজ : মহারাষ্ট্র ফের ক্রমশ সিঁদুরে মেঘ দেখছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে । উদ্ধব ঠাকরের রাজ্যে ওমিক্রন জাঁকিয়ে বসতে শুরু করেছে শীতের এই মরশুমে। ঝুঁকিতে বাণিজ্যনগরী। এদিকে মুম্বইয়ের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে কোভিডের নতুন স্ট্রেনে।পরিস্থিতি আঁচ করে সোমবার মুম্বইবাসীদের সতর্ক করেন বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)-এর প্রধান। পুরকর্তার মুম্বাইবাসীর কাছে আরও আর্জি, এড়িয়ে চলুন ‘ক্রিসমাসের পার্টির -জমায়েত।’কোভিড বিধির তোয়াক্কা না-করে যাঁরা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, তাঁদের উদ্দেশে বিএমসির কমিশনার ইকবাল সিং চাহল সতর্কবাণী শুনিয়ে রেখেছেন। বিএমসি কর্তার আরও নির্দেশ, ভিড় এড়িয়ে চলুন। মাস্ক পরুন। কোভিড বিধির নির্দেশিকা সম্পূর্ণ মেনে চলুন। করোনার গণসংক্রমণ ঠেকাতে পুরকর্তা মুম্বইবাসীদের দ্রুত ভ্যাকসিন কোর্স শেষ করতেও বলেন।
বিএমসির এক প্রেস বিবৃতিতে এও বলা হয়েছে, বিশ্বের একাধিক দেশের পরিস্থিতি ফের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ওমিক্রনের আতঙ্কের ঠেলায় । তৈরি হচ্ছে এমনকি লকডাউনের মতো পরিস্থিতিও। মুম্বইয়ের অবস্থাও এগোচ্ছে সেদিকেও। তাই বর্ষশেষের উৎসবের দিনগুলিতে যাতে কোভিড বিধি মেনে চলা হয় হোটেল, রেস্তোরাঁ, সিনেমা, মল-এ , সেই আর্জি জানিয়েছেন চাহল। বিধিকে বুড়ো আঙুল দেখানোর চেষ্টা হল, কড়া পদক্ষেপ করার কথাও জানিয়েছে পুরসভা।