বর্তমান প্রযুক্তির যুগে মোবাইল এবং শিশু এখন এক সমার্থক শব্দ
নিজস্ব সংবাদদাতা : বর্তমান জগতে আধুনিক যুগ, পরিচয় হয়ে গেছে মোবাইল, কার কত দামি মোবাইল, কে কিভাবে তা ব্যবহার করে এটাই যেন তার কাছে পরিচয় হয়ে গেছে। এখনকার ছোটদের কথাই ধরা যাক,খেতে বসতে উঠে যেতে সব সময় আমাদের দরকার মোবাইল। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে ভিডিও গেম খেলতে খেলতে, ঘন্টা পর ঘন্টা দাবা খেলবে তারা, বর্তমান শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আর তাদেরকেই এইভাবে নেশার মতো আষ্টে পৃষ্টে জড়িয়ে ধরেছে তাদের মোবাইল।
এদিকে বর্তমান যুগে মানুষ বুঝে গেছে মানুষের কাছে মোবাইল এখন অপরিহার্য বস্তু । মানুষের দরকার এখন তার পাশা পাশি ছোটদের ও দরকার মোবাইল ফোন । স্কুলে তো আবশ্যিক হতে চলেছে মোবাইল, এমনকি বিভিন্নভাবে বিভিন্ন কাজেও স্কুলের এখন প্রতিটি ক্লাসেই আবশ্যিক হয়ে গেছে মোবাইল। হোম ওয়ার্ক কিভাবে করতে হবে তার জন্য দরকার মোবাইল। তবে সব সময় যদি মোবাইল ব্যবহার করি তবে তার খারাপ দিকটাই বেরিয়ে আসবে। আজকে ছেলে কিংবা মেয়ে শিশু হোক বা কিশোর, একটা মোবাইল লাগবেই তার। বর্তমান যুগে আগামী দিনের কথা ভেবে আমাদের মোবাইল ব্যবহার করা উচিত কিন্তু তার সীমা বজায় রেখে। আমাদের সবাইকে মনে রাখতে হবে জীবন সবার আগে তার পরে অন্য সব কিছু।