বাংলাদেশে অরাজকতার কারণে অনির্দিষ্টকালের জন্যবন্ধ হয়ে গেল এনজিপি বাংলাদেশ মিতালী এক্সপ্রেস
নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ চলছে ভয়াবহ অরাজকতা আর সেই কারণেই বন্ধ হয়ে গেল এনজিপি থেকে ঢাকা গামী মিতালী এক্সপ্রেস। গত ৩ দিনে ছাত্র বিক্ষোভের জোরে পরিস্থিতি ভয়ানক হয়ে উঠেছে গোটা বাংলাদেশ জুড়ে। দোকানপাট বাজার হাট একেবারেই বন্ধ, রাস্তাঘাটে লোক নেই বললেই চলে। এই অবস্থায় উভয় দেশের রেল কর্তৃপক্ষ আর দেরি না করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখল মিতালী এক্সপ্রেস কে। গত তিন বছর ধরে জনপ্রিয়তার সাথে চলছে মিতাল এক্সপ্রেস। সেই মিতালী এক্সপ্রেস এই প্রথম কোন অরাজকতার জন্য বন্ধ করে দেওয়া হলো।
রেল কতৃকর্তৃপক্ষর কাছ থেকে পাওয়া খবরে জানা গেছে স্টেশনে যাত্রীদের ওপর হামলা হতে পারে এই ভয়ে আপাতত বন্ধ রাখা হয়েছে মিতালি এক্সপ্রেসকে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুরু করা যাবে না বলে জানিয়েছে উভয় রেখে দিয়ে রেল কর্তৃপক্ষ। জানা গেছে সরকারি নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকছে মিতালী ।। এক্সপ্রেস। গত তিন বছর ধরে মিতালী এক্সপ্রেস চলছিল বেশ সাফল্যের সাথে। এবার বন্ধ হয়ে যাওয়ায় বিপাকেই পড়েছেন ভারত-বাংলাদেশ এ যাতায়াত করা যাত্রীরা। অনেকেই খোঁজ নিচ্ছেন কবে থেকে শুরু হবে মিতালী এক্সপ্রেস এর যাত্রা।