বাংলা ঘূর্ণিঝড়ের আতঙ্কে সপ্তাহান্তে ,ক্রমশ ধেয়ে আসছে ‘জাওয়াদ’, বাতিল হল দূর পাল্লার ৫৩ টি ট্রেন
বেস্ট কলকাতা নিউজ : ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। বাংলা রীতিমতো চরম আতঙ্কে ডিসেম্বরের শুরুতেই । শনিবারই এই ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে উত্তর অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলে। ফলে বাংলা ভারী বৃষ্টিতে ভাসবে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশপাশি। ইস্ট-কোস্ট রেলওয়ের তরফে আরও জানানো হয়েছে, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ওড়িশায় ৩-৪ ডিসেম্বর আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই ঘূর্ণিঝড় জাওয়াদের আশঙ্কায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ইতিমধ্যে বাতিল করা হয়েছে দূরপাল্লার ৫৩ টি ট্রেনও।
পশ্চিমবঙ্গেও এর প্রভাব চোখে পড়বে শনিবার থেকেই। এমনকি আলিপুর আবহাওয়া দফতরও প্রবল দুর্যোগের পূর্বাভাস দিয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। শুক্রবার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে হাওড়া ও সাঁতরাগাছি থেকে আপ-ডাউন মিলিয়ে। তার মধ্যে রয়েছে, হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, পুরুলিয়া-ভিল্লুপুরম এক্সপ্রেস, হাওড়া-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেল, সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল, হাওড়া-মাইসোর উইকলি এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, হাওড়া, মুর্শিদাবাদ, মালদা – এই জেলাগুলিতে ইতিমধ্যে সর্তকতা জারি করা হয়েছে।