বাইক মিলবে মাত্র ৩৪ হাজারেই! চালানো যাবে কোনো রকম লাইসেন্স ছাড়াই
মাত্র ৩৪,৯৯৯ টাকায় মিলছে বাইক। ইতিমধ্যেই ভারতে লঞ্চ করা হয়েছে সেই বাইক । এই বাইক বাজারে আনছে স্টার্ট আপ সংস্থা গ্রিনভোল্টমবিলিটি।এই ইলেকট্রিক বাইকের বিক্রি শুরু হবে ভারতের সবকটি বড় শহরেই ।এরইমধ্যে প্রি-বুকিংও শুরু হয়েছে Mantis নামে ওই ইলেকট্রিক বাইকের। ২২ ডিসেম্বর মুম্বইতে, ও আগামী বছরের ৫ ডিসেম্বর এই বাইক লঞ্চ হবে বেঙ্গালুরুতে। পরে এই বাইক আসবে দিল্লি, হায়দরাবাদ, চেন্নাইয়ের মত শহরগুলিতেও। এই বাইকের প্রি-বুকিং শুরু হয়েছে মাত্র ৯৯৯ টাকায়। যাঁরা প্রি বুকিং করবেন, বিশেষ টেস্ট রাইডের ব্যবস্থা থাকছে তাঁদের জন্যও । প্রি-বুকিং করলে ৩৪,৯৯৯ টাকায় বাইকটি পাওয়া যাবে, আর পরে কিনলে দাম পড়বে ৩৭,৯৯৯ টাকা।
কোনও ড্রাইভিং লাইসেন্সের দরকার পড়বে না এই বাইকে রাইডের জন্য। এতে থাকবে <২৫০ ওয়াট মোটর ও কন্ট্রোলার। পুরো বাইকটি দেশেই তৈরি করা হয়েছে । মুম্বইয়ের Waaree Energies Limited তৈরি করেছে লিথিয়াম আয়ন ব্যাটারি।আড়াই ঘণ্টায় চার্জ হয়ে যাবে এই বাইক,একবার চার্জেই এই বাইকটি চলবে ৫০ কিলোমিটার পর্যন্ত। পোর্টেবল ব্যাটারির ওজন হবে সাড়ে তিন কেজির মতো। নিত্যযাত্রীরা যাতে কম খরচে, ইকে-ফ্রেন্ডলি এই যান ব্যবহার করতে পারেন,তার জন্যই এই সংস্থা এই বাইক বাজারে এনেছে । ২০২০-র জুনের মধ্যে ৬০টি সার্ভিস স্টেশনও খোলা হবে বলে জানিয়েছেন ওই সংস্থা।