বিজয়া সন্মিলনীতে জেলা সভাপতি জানালেন আমাদের কাজ মানুষের পাশে থাকা
শিলিগুড়ি : মাটিগিড়াতে বিজয়া সন্মিলনীতে জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানালেন মানুষের পাশে থাকা একান্তই দরকার। কারন তৃণমূল কংগ্রেস দলটি মানুষের জন্য তৈরী হয়েছে। বিজেপী এবং সিপিএম তৃণমূলের বদনাম করতে উঠে পড়ে লেগেছে। মুখ্যমন্ত্রীকে বদনাম করতে পিছুপা হয় নি। কিন্তুু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মানুষের কাছে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা চেষ্টা করছি যা দায়িত্ব সেটা শেষ করবার। তাই আমরা এই বিজয়া সন্মিলনীতে মানুষের মধ্যে থাকতে চেষ্টা করছি। এদিন বিজয়া সন্মিলনীতে মানুষের ঢল নেমেছিল। সবাই উপস্থিত ছিলেন। জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন অলোক চক্রবর্তী এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। এদিন জেলা সভাপতি নিজেই উদ্বোধন করে সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা এবং শুভকামনা জানান। তিনি জানান এই বিজয়া সন্মিলনীতে মানুষের কাছে থাকবার অনুষ্ঠান। আমাদের কাজ এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাতে আরো ভালোভাবে মানুষের সমস্যা বুঝতে পারা যায়। সবাইকে জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা এবং শুভকামনা সবাই আসুন খোলা মনে কথা বলুন, নিজেদের অসুবিধা এবং সমস্যার কথা আমাদের জানান। আমরা যদি তার সমাধান করতে পারি তবেই বুঝতে পারব আমরা আমাদের লক্ষ্যে সফল জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।