বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণার ঘটনায় গ্রেপ্তার হল মূল চক্রী , উদ্ধার করা হল ১৩২ টি পাসপোর্টও
বেস্ট কলকাতা নিউজ : বিদেশে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার কারবার ফেঁদেছিল চক্রটি। সেই আন্তঃরাজ্য প্রতারণা চক্রের কিনারা করল বাগুইআটি থানার পুলিস। সেইসঙ্গে এই চক্রের কিংপিন খালিদ আহমেদ ওরফে আহমেদ খানকে গ্রেপ্তার করা হয় । তার বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুরে। ধৃতের ডেরা থেকে উদ্ধার হয়েছে ১৩২টি ভারতীয় পাসপোর্ট। ওই পাসপোর্টগুলি পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যের চাকরিপ্রার্থীদের। ভিসা করে দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারকরা চাকরিপ্রার্থীদের কাছ থেকে আসল পাসপোর্ট নিয়ে নিজেদের কাছে রেখে দিত।

পুলিস সূত্রে জানা গিয়েছে, বিদেশে চাকরি দেওয়ার নামে বাগুইআটির কেষ্টপুরে একটি অফিস খুলেছিল প্রতারকরা। দু’মাস আগে সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছিল পুলিস। তার মধ্যে তিনজন উত্তরপ্রদেশের এবং একজন শ্রীরামপুরের বাসিন্দা। তাদের জেরা করে পুলিস জানতে পারে, এই চক্রের কিংপিন হল খালিদ আহমেদ। উত্তরপ্রদেশে বাড়ি হলেও সে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে একটি ভাড়াবাড়িতে থাকত। বাগুইআটি থানার পুলিস সেখানে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে। ওই বাড়ি থেকেই ১৩২টি পাসপোর্ট উদ্ধার হয়। ধৃতকে জেরা করে পুলিসকে জানতে পেরেছে, দুবাই, সৌদি আরব, কাতার, ইরাক, তুরস্ক, কুয়েত প্রভৃতি দেশে চাকরির জন্য টোপ দেওয়া হতো। ভুয়ো নিয়োগপত্র, এমনকী বিমানের ভুয়ো টিকিটও দেওয়া হতো। তার বিনিময়ে টাকা নিত তারা। এই চক্রের ফাঁদে পা দিয়ে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের অসংখ্য বেকার যুবক-যুবতী প্রতারিত হয়েছেন।