বিধানচন্দ্র রায় বাংলার রূপকার হলে নবরূপকার মমতা বন্দ্যোপাধ্যায় ,মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শোনা গেলো রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের মুখে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আমাদের পাড়া আমাদের সমাধান’-এ গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢালাও প্রশংসা করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। বললেন, “বিধানচন্দ্র রায় যদি বাংলার রূপকার হয়, তাহলে নবরূপকারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়” বুধবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার শিমুলপুর গ্রামপঞ্চায়েতের ‘আমাদের পড়া আমাদের সমাধান’ শিবির চলছিল উত্তর শিমুলপুর এফপি স্কুলে। সেই শিবিরে এসেছিলেন রাজ্যের আইন ও শ্রম দফতরের মন্ত্রী মলয় ঘটক।

সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধানচন্দ্র রায়ের প্রসঙ্গ টেনে বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছেন এর আগে বিধানচন্দ্র রায় ছাড়া কেউ করেনি।” একই সঙ্গে তিনি বলেন, “বিধানচন্দ্র রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তার ঘাড়ে কোনও দেনা ছিল না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মুখ্যমন্ত্রী হন তার ঘাড়ে বামফ্রন্ট সরকার ২ লক্ষ ৩ হাজার কোটি টাকা দেনা চাপিয়ে গিয়েছে। প্রতিবছর প্রায় ৫০ হাজার কোটি টাকা সুদ দিতে হয়। সেই সুদ দেওয়ার পরেও যে উন্নয়ন , যে কাজ তিনি করেছেন। এদিন তিনি আরো বলেন ডঃ বিধান চন্দ্র রায় যদি বাংলার রূপকার হয়, তাহলে নবরূপকারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়।” কেন তিনি এমন কথা বললেন তাও জানান। মলয় বলেন, “বাংলাকে নতুন করে রূপ দিয়েছেন, নতুন করে গড়েছেন, বাংলার মানুষকে তিনি মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *