বৃষ্টিতে সাময়িক বিরতি শহর কলকাতায়, ভাসবে উত্তরবঙ্গ, দক্ষিণেও ফের ভ্রূকুটি বুধবার থেকে
বেস্ট কলকাতা নিউজ : শেষ শ্রাবণ মাসের। কিন্তু কোনও বিরাম নেই বৃষ্টিতে। রাজ্যজুড়ে প্রবল বৃষ্টিপাত হচ্ছে এবারের বর্ষার প্রথম থেকেই। একেবারে হাতে গোণা রোদ ঝলমলে দিনের দেখা পাওয়া। সেই বৃষ্টিতে আপাতত দুদিন খানিক বিরাম আসবে বলে হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে। মূলত দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি হচ্ছে গত কয়েক দিন ধরেই। এমনকি চোখে পড়ার মতো উত্তরেও বর্ষার দাপট।এদিকে বর্ষায় প্লাবিত হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা । আজ সোমবার আবহাওয়া দফতর সূত্রের খবর কলকাতা ও শহরতলিতে বৃষ্টির দাপট কম থাকবে আগামী ৪৮ ঘণ্টায়। আকাশ আংশিক মেঘলা থাকবে এমনকি হতে পারে বজ্রবিদ্যুত্সহ হালকা বৃষ্টিও। তবে হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আবার বুধবার থেকে বৃষ্টির পরিমান বাড়বে বলেই। ভারী বৃষ্টি হতে পারে এমনকি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। বুধবার ফের বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমানেও।
দক্ষিণে দাপট সাময়িক কমলেও উত্তরবঙ্গে বর্ষা ভালই খেলা দেখাবে। সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।বাড়বে এমনকি নদীর জলস্তরও। এমনকি ধস নামতে পারে, পার্বত্য এলাকায়, সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সোমবার বজ্রবিদ্যুত্সহ মুষলধারে বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই।বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২০০ মিলিমিটার পর্যন্ত। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে বিহারের গয়া থেকে মালদার উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত । এর প্রভাবে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে।আর এই বৃষ্টি তার জেরেই।