বেটিং করতে গিয়ে হার, শেষ পর্যন্ত জুয়ারীকেই অপহরণ করলো ব্যবসায়ী
নিজস্ব সংবাদদাতা : যাকে দিয়ে তিনি মোটা টাকা রোজগার করতে গিয়েছিলেন, জুয়াতে হেরে যাওয়ায় সেই জুয়ারীকেই অপহরণ করে ফেললেন এক ক্ষুব্ধ ব্যবসায়ী। জানা গেছে ওই ব্যবসায়ী ওই জুয়াড়িকে ৮ লক্ষ টাকা দিয়েছিলেন, টাকা ডবল করার জন্য , কিন্তু ওই ৮ লক্ষ টাকাই হেরে বসেন ওই জুয়াড়ি।শেষমেশ ৮ লক্ষ টাকা হারিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পরেন তিনি, শেষ পর্যন্ত ওই জুয়ারিকাই অপহরণ করার চিন্তা আসে তার মাথায়। এবং তিনি সেটাই করে বসেন, তাকে অপহরণ করে তার পরিবারের কাছ থেকে ক্ষতি হওয়া ৮ লক্ষ টাকা উদ্ধার করা যাবে এই আশায় তিনি ওই জুয়াড়িকে অপহরণ করে একটি এলাকায় রেখে দেন।
এদিকে পরে ওই জুয়াড়ি একটি ছোট ফোনের সাহায্যে তার স্ত্রীকে কে ফোন করলে তার স্ত্রী গোটা ব্যাপারটি পুলিশকে জানায়। পুলিশ তদন্ত করে গোটা ব্যাপারটি বুঝতে পারে, এবং জুয়াড়িকে ফোন করে সব তথ্য পেয়ে যায়। পরে ওই ব্যবসায়ীকে জেরা করে পুলিশ, জেরার পরেই পুলিশ ওই ব্যবসায়ীকে আটক করে। এই ঘটনা জানতে পেরে গোটা শহরের মানুষত স্তম্ভিত। অনেকেই এমনকি বুঝতে পারছেন না, এটা কিভাবে সম্ভব হলো।