ভারত পাক যুদ্ধের প্রভাব, সিকিমে যেতে চরম অনীহা পর্যটকদের মধ্যে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : যুদ্ধের কারনে সিকিম যেতে চাইছেন না পর্যটকেরা। যদিও এখনো পর্যন্ত কোন সমস্যা তৈরি হয়নি তবুও সিকিম যেতে অনিচ্ছুক পর্যটকেরা। যাদের সিকিম যাওয়ার কথা ছিল তারাও পথ ঘুরে দার্জিলিং চলে যাচ্ছেন। তারা জানিয়েছেন টাকা গেলে যাবে , কিন্তু যদি ঠিকঠাক নাই থাকতে পারি তবে সামনে বছর ঘুরতে আসবো কিভাবে ? ভারত এবং পাকিস্তান যুদ্ধের আবহে গোটা দেশে একটা অচল অবস্থা তৈরি হয়েছে। যার প্রভাব পড়েছে পর্যটন শিল্পেও। যেকোনো বর্ডার এলাকায় এখন করা পাহারা দিচ্ছে বিএসএফ এবং সীমান্তরক্ষী বাহিনী। কোনরকম অঘটন ঘটলেই সাথে সাথে ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়েছে তাদের।

এদিকে সিকিমে গত এক মাসে এবং আগামী মে জুন মাসে একটা বিশাল আকার নিয়ে ব্যবসার সুযোগ ছিল। এটা আপাতত বন্ধ হয়ে গেল বলে মনে করছেন উত্তরবঙ্গের বিশিষ্ট পর্যটন ব্যবসায়ীরা। বদলে অনেকে দার্জিলিং যাওয়াই পছন্দ করছেন । কখন কি হয়ে যায় বলতে পারা যায় না , তাই সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার সময় যদি সিকিমে থাকি আমরা তবে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে, জানিয়েছেন একপর্যটক, তিনি আরো জানান এই সময় নিজের এলাকায় থাকাই ভালো। এখন ঘুরতে যাওয়ার কোন পরিকল্পনা থাকলে সেটা অবশ্যই স্থগিত রাখা উচিত জানিয়েছেন পর্যটকরা। মূলত মে জুন মাসে রেকর্ড পরিমাণে পর্যটক পাহাড়ে আসেন, আর এবার সেটা এবার বিশাল পরিমাণে ধাক্কা খেয়ে গেল বলে মনে করছেন পর্যটন বিশেষজ্ঞরা। যুদ্ধ কবে থামবে ঠিক নেই, তাই বাজার খারাপ হতে হতে একেবারে তলানিতে ঠেকার আগে যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তবে সমস্যা প্রচন্ড বেড়ে যাবে , বলেও জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *