প্রকাশ্যে মন্ত্রীকে গুলি করে খুন কার্যালয়ের মধ্যে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : তার নিজ কার্যালয়ের মধ্যে গুলিতে প্রাণ হারিয়েছেন ক্যারিবীয় দেশ ডমিনিকান রিপাবলিকের পরিবেশমন্ত্রী অরলান্ডো জর্জ মেরা। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে মিগুয়েল ক্রুজ নামে এক ব্যক্তিকে । তিনি নিহত মন্ত্রীর বাল্যবন্ধু বলেই জানা গেছে। সোমবার এই ঘটনা ঘটে। হামলার পরপরই পুলিশ হেফাজতে নেওয়া হয় মন্ত্রীর বন্ধুকে। যদিও স্পষ্ট নয় মন্ত্রীর ওপর হামলা ও তাকে হত্যার উদ্দেশ্য। প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র হোমেরো ফিগুয়েরো মাইক্রো ব্লগিং সাইট টুইটারে দেওয়া এক ভিডিও পোস্টে বিষয়টি জানিয়েছেন । প্রতিবেদনে আরো বলা হয়েছে, ৫৫ বছর বয়সী অরল্যান্ডো জর্জে মেরা নিজের কার্যালয়ে একটি বৈঠক করছিলেন হামলার শিকার হওয়ার সময়। বাল্যবন্ধু মিগুয়েল ক্রুজ সে সময় তাকে গুলি করে হত্যা করেন ।

ডমিনিকান রিপাবলিকের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মীরা সাংবাদিকদের জানায়, ভবনের ভেতর থেকে তারা শুনতে পায় সাতটি গুলির শব্দ । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এর কিছুক্ষণ পরই। ৫৫ বছর বয়সী মন্ত্রী জর্জ মেরা দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট সালভাদর জর্জ ব্লাঙ্কোর ছেলে। জর্জ ব্লাঙ্কো ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *