মাথার দাম ধার্য করা হয়েছিল ১ কোটি টাকা , ঝাড়খণ্ড এনকাউন্টারে খতম হল কমান্ডার-সহ 8 মাওবাদী জঙ্গি
বেস্ট কলকাতা নিউজ : ঝাড়খণ্ডে মাওবাদী বিরোধী অভিযানে অবশেষে এলো এক বড়সড় সাফল্য ৷ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ এনকাউন্টারে খতম হল আটজন মাওবাদী জঙ্গি ৷ জানা গেছে মৃত একজনের মাথার দাম ছিল ১ কোটি টাকা ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের বোকারো জেলার লুগু পাহাড়ে৷ এমনকি ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয় বলেও খবর মিলেছে । তবে এনকাউন্টার জারি রয়েছে বলে জানা গেছে ৷

এদিকে বোকারোর লুগু এলাকায় মাওবাদীদের একটি বিশাল দল হামলার ছক কষে ঘোরাফেরা করছে বলে বিশেষ সূত্র মারফত খবর পায় পুলিশ ৷ তারপরই কোবরা এবং ঝাড়খণ্ড পুলিশের বেশ কয়েকটি দল ও নিরাপত্তাবাহিনী মাওবাদীদের সন্ধানে ব্যাপক তল্লাশি শুরু করে । সেই সময় লুগু পাহাড়ের পাদদেশে দু’পক্ষ সংঘর্ষে জড়ায় ৷ অবশেষে উভয়ের গোলাগুলিতে খতম হয় আট মাওবাদী জঙ্গি৷ খতম মাওবাদীদের পরিচয় : ঝাড়খণ্ড পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই এনকাউন্টারে মাওবাদী কমান্ডার বিবেক এবং অরবিন্দ যাদবেরও মৃত্যু হয়েছে । সিপিআই মাওবাদীদের সদস্য প্রয়াগ মাঞ্ঝি ওরফে বিবেকের দাম ছিল ১ কোটি টাকা ৷ মাওবাদী বিবেকের দলের সঙ্গে এই সংঘর্ষ হয় ৷ আর অরবিন্দ যাদবের দাম ছিল ১০ লক্ষ টাকা। এই সংঘর্ষে সাহেব রাম মাঞ্জি-সহ বিবেকের অনেক সঙ্গী নিহত হয়েছে বলে খবর মেলে।