অবশেষে রাম রহিমের শর্তসাপেক্ষ জেল মুক্তি , নেপথ্যে কি পঞ্জাবের ভোট? উঠছে প্রশ্ন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে শর্তসাপেক্ষ ডেরা সচ্চা সওদার প্রধান ধর্মগুরু গুরমীত রাম রহিম জেল থেকে মুক্তি পাচ্ছেন একুশ দিনের জন্য। মূলত তিনি যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছেন নিজের ম্যানেজার এবং এক সাংবাদিক খুনের অভিযোগে৷ পাশাপাশি তাঁর কুড়ি বছরের জেলের সাজা হয়েছে ধর্ষণের মামলাতেও৷হরিয়ানার জেলে বন্দি ছিলেন রাম রহিম৷ অনেকেই অবশ্য রাজনৈতিক অঙ্ক দেখছেন পঞ্জাব নির্বাচনের ঠিক আগে তাঁর এই জেলমুক্তির ঘটনার পিছনে৷ কারণ বিজেপি হরিয়ানায় ক্ষমতায় রয়েছে৷ আর কংগ্রেস পঞ্জাবে ক্ষমতায় রয়েছে৷ এদিকে বিজেপি পঞ্জাবে ঝাঁপাচ্ছে কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে৷ এখনও রাম রহিমের অনুগামী পঞ্জাবের একটা বড় অংশে ও উল্লেখযোগ্য ভক্তের সংখ্যাও৷ ফলে হরিয়ানা সরকার রাম রহিমকে একুশ দিনের জন্য মুক্তির যে সিদ্ধান্ত নিয়েছে, তার পিছনে অনেকেই ভোটের অঙ্ক দেখছেন৷

এর আগেও অবশ্য রাম রহিম তিন বার প্যারোলে মুক্তি পেয়েছেন ৷ তবে সেক্ষেত্রে তাঁকে নিজের অসুস্থ মাকে দেখার জন্য জেল থেকে বেরনোর অনুমতি দেওয়া হয় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত৷ যদিও সম্পূর্ণ আলাদা এবারের পরিস্থিতি৷ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার অবশ্য নির্বাচনী অঙ্কের অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাম রহিমের জেল মুক্তির সঙ্গে৷ এক্ষেত্রে তাঁর আরও দাবি, রাম রহিমকে মুক্তি দেওয়া হচ্ছে নিয়ম মেনেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *