মিত্র সম্মিলনী হলে আয়োজিত তাদের অনুষ্ঠানে কলাঙ্গন তাদের গুনে মাতালো শহর শিলিগুড়িকে
শিলিগুড়ি : মিত্র সম্মিলনী হলে ছিল কলাঙ্গনের বিশেষ এক অনুষ্ঠান। আর এই কলাঙ্গনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব ধরনের শিল্পীরা। তারা নানাভাবে এদিন মাতিয়ে তুললেন দর্শকদের। কলাঙ্গন মূলত বহুদিন ধরেই শিলিগুড়িতে প্রতিষ্ঠিত বিভিন্নভাবে সমাদৃত। তাদের আশা ভরসা তাদের শিল্পীরাই। কলাঙ্গন যেন এক মুঠো মেঘে এক অচেনা বৃষ্টি। যার সবকিছু রসে ওরে আশা। যার আশা এবং ভরসা তাদের শিল্পীরা।এদিকে কলাঙ্গন বললে শুধুমাত্র নামটাকেই বোঝায় না, কলাঙ্গন বললে কলা কেও বোঝায়। কলাঙ্গন মানে সবকিছু। সেটাই এদিন প্রমাণ করে দিলেন শিল্পীরা। কলাঙ্গন মানে সবকিছুকে এগিয়ে নিয়ে চলার পথ, কলাঙ্গন মানে নতুন করে ভাবনা, এই কলাঙ্গন শিলিগুড়িকে যে অন্য একটা মাত্রা তৈরি করে এগিয়ে যাচ্ছে সেটাও নিশ্চিত। মিত্র সম্মিলনী হলে আয়োজিত কলাঙ্গনের অনুষ্ঠান যেন অনেক কিছুকে প্রমাণ করে দিল। যেটা ভবিষ্যতের জন্য স্মরণীয় হয়ে থাকবে।


