মুখ্যমন্ত্রী কথা রাখলেন, অবশেষে শুরু হল শীতলকুচির নিহতদের পরিবারের সদস্যদের নিয়োগ প্রক্রিয়া
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে কথা রাখলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। শপথগ্রহণের পরদিনই তিনি জানিয়েছিল, সরকারি চাকরি দেওয়া হবে ভোটের সময় শীতলকুচিতে মৃত পাঁচজনের পরিবারের এক সদস্যকে। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতির ছ’দিনের মধ্যেই রাজ্য সরকার তাঁদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল। ওই পাঁচ পরিবারের সদস্যদের হাতে নিয়োগ সংক্রান্ত নথি তুলে দেওয়া হয় বুধবার রাতেই। কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় সেই ছবি পোস্ট করেছেন এমনকি সোশ্যাল মিডিয়ায়।
বুধবার কোচবিহারের ল্যান্সডাউন হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জেলাশাসক ও অন্যান্য আধিকারিকদের মাধ্যমে স্পেশাল হোমগার্ডের নিয়োগ সংক্রান্ত নথি তুলে দেওয়া হয় শীতলকুচি-কাণ্ডে নিহতদের পরিবারের একজনের হাতে। আজ বৃহস্পতিবারও ডাকা হয়েছে তাঁদের। সূত্রের খবর, জমা দেওয়ার আছে নিয়োগ সংক্রান্ত আরও কিছু নথি। উল্লেখ্য এদিনই শীতলকুচি যাচ্ছেন জগদীপ ধনকড়। রাজ্যের সঙ্গে বিবাদ চরমে উঠেছে তার এই সফর নিয়ে।