কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে, আম্বেদকরের মূর্তি নীচে ৩০ ঘণ্টার অবস্থান বিক্ষোভে বসলেন মমতা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে আম্বেদকরের মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ ঘণ্টা এই মঞ্চে অবস্থান বিক্ষোভ করবেন তিনি। তাঁর সঙ্গে ধরনা মঞ্চে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ রায়, মালা রায় সহ একাধিক নেতা মন্ত্রী। তার কিছু দূরেই আবার তৃণমূল যুব কংগ্রেসের সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আম্বেদকরের মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টা থেকে অবস্থান শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে সংবিধানের বই রেখে তাতে মালা পরিয়ে নিয়ে বসেছেন তিনি। মঞ্চে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ রায়, বাবুল সুপ্রিয়রা। মঞ্চে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে একাধিক স্লোগান লেখা হয়েছে। গ্যাস সিলিন্ডারের কাট আউট নিয়ে বসানো হয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী নিজে গিয়ে সেই কাট আউট ভাল করে সাজিয়ে দেন। কেন্দ্রের বিরুদ্ধে এর আগেও একাধিকবার বঞ্চনার অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন রাজ্কা কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্র। কিন্তু রাজ্যকে টাকা দিচ্ছে না। জিএসটির বকেয়া টাকাও দিচ্ছে না মোদী সরকার। এমনকী ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। জেলায় জেলায় সভা করে সাধারণ মানুষকে বিজেপি নেতাদের কাছে ১০০ দিনের টাকা চাওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাও কেন্দ্র বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *