মেট্রোরেল কম মাত্রায় ট্রেন চালাবে দোল ও হোলি উৎসবে
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে বদল আনা হল দোল ও হোলিতে মেট্রো চলাচলের সময়সীমায়। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার দোলযাত্রার দিনে মেট্রো চলবে সকাল ৯টার বদলে বেলা আড়াইটে থেকে। মেট্রো চলাচলের সময়সীমায় বদল আনা হয়েছে তার পরের দিন সোমবারেও। মেট্রো রেলের তরফে ট্রেন চলাচলের সময়সীমায় বদলের কথা জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে। কম সংখ্যক মেট্রো চলবে দোল ও হোলিতে অন্যদিনের তুলনায়।
আগামী রবিবার মূলত দোলযাত্রা। রবিবার সকাল ৯টার পরিবর্তে দুপুর আড়াইটে থেকে চালু হবে মেট্রোরেল পরিষেবা । মেট্রো রেলের তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে যে , ওই দিন চালানো হবে ১০৪টির বদলে মোট ৬০টি ট্রেন। ঠিক তার পরের দিনই হোলি। সোমবার ২৫২টির বদলে দিনভর মেট্রো রেল ১৭৬টি ট্রেন চালাবে। প্রতিবারই দোল ও হোলিতে মেট্রো রেল চলাচলের সময়সীমায় বদল আনা হয়। তার অন্যথা হল না এমনকি এবারও। উৎসবের দিনে কলকাতা ও শহরতলিতে সংখ্যায় কম মেট্রো চলবে।