মেট্রোর মোটরম্যান সাক্ষাৎ ‘অবতারের’ ভূমিকায় ; প্রাণ বাঁচালেন ষাটোর্ধ্ব এক ব্যক্তির
বেস্ট কলকাতা নিউজ : বয়স সত্তরের কাছাকাছি ৷ মেট্রোর জন্য অপেক্ষা করছিলেন নেতাজি ভবন স্টেশনে দাঁড়িয়ে। হঠাৎই পা পিছলে মেট্রো লাইনের উপরে পড়ে যান টাল সামলাতে না পেরে৷ ততক্ষণাৎ এমনকি ছুটে আসছে ট্রেনও। এই ঘটনায় এমনকি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীদের মধ্যেও। সকলেই ছুটে যান পড়ে যাওয়া ওই ব্যক্তিকে সাহায্যে করতে। তবে অসাধ্য ছিল রেল লাইন থেকে ওই যাত্রীকে উদ্ধার করা।
এদিকে ট্রেনটিও ছুটে আসছিল স্বাভাবিক গতিতেই ৷ কিন্তু মোটরম্যান অমল দাস অনেক দূর থেকেই লাইনে পড়ে যাওয়া যাত্রীকে দেখতে পান অন্ধকারের মধ্যেও। ট্রেন থামিয়ে দেন কোনওক্রমে ব্রেক কষে। এরপর তড়িঘড়ি এসে লাইন থেকে বৃদ্ধকে উদ্ধার করেন কর্তব্যরত আরপিএফ কর্মীরা।
লাইনে পড়ে যাওয়ার ফলে শরীরে কিছুটা আঘাত লাগলেও বড়সড় রকম জখম হননি ৷ বৃদ্ধ একটুর জন্য প্রাণে বেঁচে যান দক্ষ মোটরম্যানের সচেতনতা ও প্রত্যুৎপন্নমতির কারণে। এদিকে কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানিয়েছেন, অমল দাসের এই সচেতনতার জন্য তাঁকে পুরস্কার দেওয়া হবে।