মোদির পুঁজিপতি বন্ধুদের স্বার্থেই কি নতুন কৃষি আইন? প্রশ্ন প্রিয়াঙ্কা গান্ধীর
বেস্ট কলকাতা নিউজ : ভোটের বাজারে বিজেপির রাজনৈতিক হিটলিস্টে থাকা ব্যাক্তিদের মধ্যে অন্যতম যদি হন বাংলার মমতা-অভিষেক জুটি, তাহলে তালিকার তৃতীয়জন অবশ্য়ই গান্ধি পরিবারের ছেলে তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোন, কিংবা কেন্দ্রের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ, অথবা বিজেপির যেকোনও ছোট, বড় নেতা, তাঁরা রাহুলকে আক্রমণের সুযোগ ছাড়েন না কোনও রকম সুযোগ পেলেই৷ পাল্টা জবাব দিতে তৈরি থাকে এমনকি কংগ্রেসও৷ এ বিষয়ে প্রধানমন্ত্রী স্বয়ং অবশ্যই তাঁদের সবথেকে পছন্দের লক্ষ্যস্থল৷ রবিবার সেই ধারাই বজায় রাখলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাহুল গান্ধির বোন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা৷ তিনি সরাসরি মোদিকে আক্রমণ করলেন রবিবার মীরাটে আয়োজিত মহাপঞ্চায়েতের মঞ্চ থেকে৷ এমনকি একের পর এক অস্ত্র শানালেন কৃষক আন্দোলনকে সামনে রেখেও৷
মূলত কৃষকরা লাগাতার আন্দোলনে নেমেছেন কেন্দ্রের আনা নতুন তিন কৃষি আইনের প্রতিবাদে৷ তাঁদের অবস্থান বিক্ষোভ চলছে এমনকি দিল্লির সীমানায়৷এদিকে কংগ্রেসও খোলাখুলি সমর্থন জানিয়েছে কৃষকদের এই আন্দোলনকে৷ মহাপঞ্চায়েতের আয়োজন করা হয়েছে আন্দোলনকারীদের পাশে দাঁড়াতেই৷ এদিন উত্তরপ্রদেশের মীরাটে আয়োজিত সেই কর্মসূচির মঞ্চ থেকেই প্রিয়াঙ্কা গান্ধী নিশানা করেন খোদ মোদিকেই৷ তাঁর আরো প্রশ্ন, ‘‘কৃষকদের জন্য, নাকি নিজের অতি ধনী বন্ধুদের জন্য এই নতুন কৃষি আইন এনেছেন প্রধানমন্ত্রী ?’’
প্রসঙ্গত, দিল্লির সীমানায় গত বছরের ২৬ নভেম্বর থেকে শুরু হয়েছে কৃষকদের আন্দোলন৷ এখনও আন্দোলনকারীদের মোদি সরকার সেখান থেকে হঠাতে পারেনি৷ সেই প্রসঙ্গ উল্লেখ করে প্রিয়াঙ্কা এদিন বলেন, ‘‘১০০ দিন পেরিয়ে গিয়েছে, এখনো কৃষকরা বসে হত্যে দিচ্ছেন দিল্লির সীমানাগুলিতে৷ যদি আপনাদের ভালোর জন্যই এই আইন তৈরি হয়ে থাকে, তাহলে এখনও আপনারা সেখানে বসে আছেন কেন?’’ প্রিয়াঙ্কা গান্ধী এভাবেই একের পর এক প্রশ্ন করেন সভামঞ্চের সামনে উপস্থিত কৃষকদেরকে৷ প্রশ্ন ছুড়ে দেন কেন্দ্রের সরকার ও তার মাথায় থাকা মানুষটির উদ্দেশেও ৷ প্রিয়াঙ্কা জানতে চান, ‘‘যে কৃষকরা দিল্লির সীমানায় এসে আন্দোলনে যোগ দিয়েছেন, মোদি ও তাঁর সরকারের কি দরকার ছিল না তাঁদের প্রতি সম্মান দেখানোর ? কৃষকরা কি এতটাই গুরুত্বহীন যে আপনি একবারও যেতে পারলেন না তাঁদের সঙ্গে দেখা করতে?’’
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী কুর্নিশ করেন কৃষকদের অদম্য মনোভাবকেও৷ যেভাবে হাজারো প্রতিবন্ধকতা উপেক্ষা করে তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কংগ্রেস নেত্রী তাকে স্যালুট জানান৷ প্রসঙ্গত, কৃষক আন্দোলনের ১০০ দিনের পূর্তিতে গত শনিবারই বিষয়টি নিয়ে নতুন প্রচার কর্মসূচি শুরু করে কংগ্রেস৷ তাদের মতে, আন্দোলনকারী কৃষকদের প্রতি অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ কেন্দ্রের আচরণ৷ তারা এই গোটা পর্বকে ঘোষণা করে ভারতীয় গণতন্ত্রের ‘কালো অধ্যায় ’ বলেও৷