রাজ্যপাল সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে
বেস্ট কলকাতা নিউজ : আজ থেকে শুরু হল দু’দিনের বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। এই সম্মেলন হবে ২০ ও২১ এই দুই দিন ব্যাপী । এবার সম্মেলনে উপস্থিত হয়েছেন ১৪টি দেশের প্রতিনিধিরা।বিনিয়োগ টানার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘শিল্পসাথী’ পোর্টালের প্রকল্পের উদ্বোধন করেছেন সম্মেলনের প্রথম দিনেই । জানা গিয়েছে, ‘ল্যান্ড ব্যাংক’-এর বিস্তারিত তথ্য এই পোর্টালে ক্লিক করলেই হাতে পেয়ে যাবেন শিল্পপতিরা। প্রসঙ্গত, করোনার কারণে গত দু’বছর বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন সম্পূর্ণ বন্ধ ছিল। এবারের সম্মেলনের উদ্বোধনে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির। তবে তাঁর দপ্তর জানিয়েছে বিশেষ কারণে এই সম্মেলনে মোদি থাকতে পারবেন না বলে।
এদিকে,মুখ্যমন্ত্রী কথা বলেছেন ভুটান, বাংলাদেশ, রাশিয়া, জাপান, কেনিয়ার প্রতিনিধিদের সঙ্গেও।এদিন সম্মেলনের উদ্বোধনে রাজ্যপাল জগদীপ ধনকড় তাঁর বক্তৃতায় কেন্দ্র ও রাজ্যকে একসঙ্গে কাজের পরামর্শ দিয়ে বলেছেন, ‘বাংলার উন্নতি হবে তাতেই ।’ এদিন রাজ্যপাল জগদীপ ধনকড় তাঁর ভাষণে বলেন, আজ বাংলা যা ভাবে, কাল তা ভাবে ভারত। রাজ্যপাল জগদীপ ধনখড়ের মুখে গোপালকৃষ্ণ গোখলের সেই বাণী ধ্বনিত হল । তিনি বলেন, গোপালকৃষ্ণ গোখলে যে কথা বলে গিয়েছিলেন, তাই বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও । বাংলা এগিয়ে চলেছে সেই পথ ধরেই ।