রাজ্য সরকার শিক্ষক নিয়োগ করবে জট কাটলেই ! এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
বেস্ট কলকাতা নিউজ : বহু দিন ধরেই কোনো শিক্ষক নিয়োগ হয়নি এ রাজ্যের সরকারি স্কুলগুলিতে । শেষ এই নিয়োগ প্রক্রিয়া হয় ২০১৬ সালে। এদিকে রাজ্য সরকারও স্কুলে দ্রুত শিক্ষক নিয়োগ করতে চায় শিক্ষক নিয়োগ নিয়ে জট, জটিলতা ও বিতর্কের মধ্যে ।এমনকি সেই প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে আদালতের নির্দেশ পেলেই । শুক্রবার ব্রাত্য বসু গিয়েছিলেন তৃণমূল ভবনে একটি অনুষ্ঠানে। সেখানে তিনি এই কথা জানান সাংবাদিকদের মুখোমুখি হয়ে।
শিক্ষামন্ত্রী এদিন আরও বলেন, আমরা স্কুলগুলিতে তৈরি হওয়া শূন্যপদ পূরণ করতে চাইছি দ্রুত শিক্ষক নিয়োগ করে ।স্কুলের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাইছি । এছাড়াও “ধাপে ধাপে শিক্ষক নিয়োগ করা হবে। ৩ বছরও লাগতে পারে প্রয়োজনে।”কিন্তু কাজের সমস্যা হবে এই মুহূর্তে সার্ভার রুম বন্ধ থাকায় । আমরা আশা করছি, সুবিচার করবেন মহামান্য আদালত।